নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ জাতীয় সড়ক এবং রেল অবরোধের জেরে রাজ্যে চরম সংকটময় পরিস্থিতিতে রাজ্য সরকার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়েছে৷ বৃহস্পতিবার রাজ্য সরকার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, আই পি এফ টি দলের একটি গোষ্ঠী ত্রিপুরাকে ভাগ করে অপর আর একটি রাজ্য গঠনের দাবি সামনে রেখে গত ১০ জুলাই থেকে রাজ্যের জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে চলছে৷ ত্রিপুরা সরকার অনেক আগে থেকেই রাজ্য ভাগের এই দাবিকে বিরোধিতা করেছে এবং অবস্তব বলে আখ্যায়িত করেছে৷ ত্রিপুরা জনগণেরও এই অবাস্তব দাবির প্রতি সমর্থন নেই৷ উল্লেখিত অবরোধ কর্মসূচি ঘোষণার পরও ত্রিপুরা সরকার তার অবস্থানে দৃঢ় থেকে এই আন্দোলনের আহ্বায়কদের উদ্দেশ্যে রাজ্যের জনগণের নানা সমস্যা সৃষ্টি হতে পারে বিধায় এই কর্মসূচিতে না যেতে আবেদন জানায়৷
আই পি এফ টি’র সংশ্লিষ্ট গোষ্ঠীর নেতৃত্বে রাজ্য সরকারের আবেদনে সাড়া দেননি৷ এই অবরোধের কারণে পণ্য বিশেষ করে অত্যাবশ্যক পণ্য সামগ্রী আনা-নেওয়া, যাত্রী সাধারণের স্বাভাবিক আসা-যাওয়া, ব্যবসা-বাণিজ্য, দৈনিক মজুরিতে কাজ করেন এমন সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে মাঝে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই অবরোধ কর্মসূচী তুলে নিতে আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি৷
আজকে এই অবরোধ-সূচি চতুর্থ দিনে পড়েছে৷ এই অবরোধ কর্মসূচী জনদুর্ভোগ দূর করতে, জনস্বার্থে, রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রার স্বার্থে প্রত্যাহার করে নিতে আই পি এফ টি দলের সংশ্লিষ্ট নেতৃত্বের উদ্দেশ্যে পুনরায় রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে৷
রাজ্যে শান্তি সম্প্রীতি সুস্থিতি বজায় রাখতে এবং জনস্বার্থবাহী কার্যক্রম অব্যাহত রাখতে রাজ্য সরকারকে সহায়তা করার জন্য রাজ্যের সকল অংশের জনগণের উদ্দেশ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে৷
2017-07-14

