আগষ্টে ওটিপিসির দুটি ইউনিট বন্ধ থাকবে, পরিষেবা বিঘ্নিত হবে না আশ্বাস কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ গ্যাস পাইপ লাইনে সংস্কারের জন্য আগামী আগষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ওটিপিসি’র দুটি ইউনিট বন্ধ থাকবে৷ তাতে, রাজ্যে বিদ্যুৎ পরিষেবায় কোন ব্যঘাত ঘটবে না বলে আশ্বস্ত করেছে নিগম৷ এদিকে, পর্যাপ্ত গ্যাস মিললে ২০১৯ নাগাদ ওটিপিসি আরো একটি ইউনিট চালু করতে চাইছে৷ তৃতীয় ইউনিটটি চালু হলে আরো ৩৬৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছেন ওটিপিসি’র ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ গাঙ্গুলি৷
তিনি জানান, প্রতিবছরই ওটিপিসি’র পালাটানা বিদ্যুৎ প্রকল্পে গ্যাস পাইপ লাইনে সংস্কার কাজ করা হয়৷ বিদেশ থেকে প্রকৌশলীরা এই কাজ করে থাকেন৷ ফলে, তখন গ্যাস সরবরাহ বন্ধ থাকে৷ তাই পালাটানার দুটি ইউনিট তখন বন্ধ রাখা হবে৷ আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গ্যাস পাইপ লাইনে সংস্কার কাজ শুরু হবে৷ অন্তত ১৫দিন সময় লাগবে সংস্কার কাজ সমাপ্ত করতে৷ ততদিন পালাটানা বিদ্যুৎ প্রকল্পে কোন বিদ্যুৎ উৎপাদন হবে না৷ তবে, পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে কোন বিদ্যুৎ উৎপাদন না হলেও রাজ্যে বিদ্যুৎ পরিসেবায় ব্যঘাত ঘটবে না বলে আশ্বাস দিয়েছে নিগম৷ ইতিমধ্যে বহিরাজ্য থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করেছে নিগম৷
ওটিপিসি’র ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ গাঙ্গুলি জানিয়েছেন, পালাটানায় আরো একটি ইউনিট খুলার পরিকল্পনা রয়েছে৷ ওএনজিসি প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে পারলে ২০১৯ সাল নাগাদ তৃতীয় ইউনিটটি চালু করা যেতে পারে৷ তাতে ৩৬৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব৷ তিনি জানান, গড়ে প্রতিদি ১৪-১৫ এমএমএসসিবি গ্যাস চাই তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য৷ ওএনজিসি প্রতিশ্রুতি দিয়েছে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ সম্ভব হবে৷ তিনি জানান, তৃতীয় ইউনিট গড়ে তুলার জন্য জায়গা প্রস্তুত৷ পূর্বের মতো বাংলাদেশের উপর দিয়েই ভারী যন্ত্রপাতি এবং টারবাইন আনতে হবে৷ ধারণা করা হচ্ছে, রাজ্যের ভাগে আরো বিদ্যুৎ মজুত থাকবে তৃতীয় ইউনিটটি চালু হলে৷ কারণ, পালাটানা বিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত সমস্ত বিদ্যুতের উপর ত্রিপুরা এবং আইএলএফএস’র শেয়ার রয়েছে৷