নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজ্যে প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে আরও ৪টি নতুন সিএন জি স্টেশন খোলার সিদ্ধান্ত হয়েছে৷ শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন৷ আগরতলার কল্যাণীতে হবে একটি স্টেশন৷ আর ৩টি সি এন জি স্টেশন হবে বিশালগড়, খোয়াই ও হাওয়াইবাড়িতে৷ আগরতলা শহরে সি এন জি সমস্যা সম্পর্কে মন্ত্রী জানিয়েছেন, এ ডি নগর, কৃষ্ণনগর এবং রাধানগর সি এন জি স্টেশনে গ্যাসের চাপ অস্বাভাবিক হ্রাস পেয়েছে৷ যে কারনে যানবাহনে গ্যাস ফিলিং বিলম্ব হচ্ছে৷ যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে৷ যান চালকদের সমস্যা হচ্ছে৷ কিন্তু খয়েকপুর স্টেশনে এ সমস্যা নেই৷ খয়েরপুর স্টেশনে গ্যাসের চাপ যেখানে ২০ কেজি সেখানে এ ডি নগর, কৃষ্ণনগর ও রাধানগর স্টেশনে গ্যাসের চাপ মাত্র ১৭ কেজি৷ সম্প্রতি মন্ত্রী শ্রী চক্রবর্তী সি এন জি পরিষেবা নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠকে ওএনজিসির তরফে জানানো হয়েছে গ্যাসের চাপ কমে যাবার কারণ হল পুরনো পাইপ লাইন৷ সি এন জি পরিষেবা চালুর পর একবারও এই পাইপ পরিবর্তন করা হয়নি৷ দুর্বল পাইপে প্রেশার বাড়ালে বিস্ফোরণ ঘটতে পারে৷ বৈঠকে ওএনজিসিতে অনুরোধ করা হয়েছে ছয় মাসের মধ্যে পাইপ লাইন পরিবর্তন করতে৷ মন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে আগরতলা শহরের ২২ হাজার বাড়িতে পাইপ লাইন গ্যাস সরবরাহ হচ্ছে৷
2017-07-10
