নিয়মিতকরেণের দাবিতে আন্দোলনে নামছেন সর্বশিক্ষার শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ মিয়মিতকরণের নোটিফিকেশন জারির দাবীতে আগামী ২১ জুলাই অধিকর্তাকে ঘেরাও করবে সর্বশিক্ষার শিক্ষক কর্মচারীরা৷ তারপরও রাজ্য সরকার নিয়মিতকরণের নোটিফিকেশন জারি না করলে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে আমরণ অনশন৷ সর্বশিক্ষার শিক্ষক কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সজল দেব আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন৷ উত্তরজেলার কাঞ্চনপুরে সর্বশিক্ষার শিক্ষক কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর জেলার কর্মরত শিক্ষকদের কনভেনশনে আন্দোলন কর্মসূচি গৃহীত হয়৷ কনভেনশনে উত্তর জেলায় কর্মরত সর্ব শিক্ষার সকল শিক্ষক অংশ নেন৷ ২১ জুলাইয়ের আগে গোটা রাজ্যে জেলা ও মহকুমা ভিত্তিক কনভেনশনে করে নতুন কমিটি গঠন করা হবে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক বাস্তব দেববর্মা৷ বাস্তব দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার থেকে নিয়মিত দেখিয়ে ২০১০-১১ অর্থ বছর থেকে রাজ্য সরকার বেতনের টাকা আনলেও নিয়মিতকরণে ঘোষণা করছে না রাজ্য সরকার৷ এ নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে শিক্ষক কর্মচারী মহলে৷ শাসকদলীয় শিক্ষক কর্মচারী সংগঠন কার্যত ভেঙ্গে গেছে৷ কোনও শিক্ষক শাসকদলীয় সংগঠনের সদস্যপদ নবীকরণ করছেন না বলে জানা গিয়েছে৷