নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ তেলিয়ামুড়ার দীপা দাস কান্ডে নীরব থাকলেও আগরতলা শহরতলীর পৃথক স্থানে দুটি নারী সংক্রান্ত অপরাধ নিয়ে সোচ্চার হয়েছে বিজেপির মহিলা মোর্চা৷ দুটি নারী সংক্রান্ত অপরাধের ঘটনা নিয়ে সংগঠনের তরফ থেকে আগরতলার দুই মহিলা থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে৷
আগরতলার পূর্ব থানাধীন চানমারী এলাকায় গত বৃহস্পতিবার এলাকার এক দুর্বৃত্ত রূপক দেবনাথ ঐ এলাকারই সাত বছরের শিশুকে তার পাশবিক লালসার শিকার বানিয়েছে৷ রূপক দেবনাথ শিশুটিকে ধর্ষণ করেছে এবং প্রাণ নাশের হুমকিও দিয়েছে৷ ভারতীয় জনতা মহিলা মোর্চা খবর পেয়ে অভিযুক্ত রূপক দেবনাথের গ্রেপ্তারের দাবীতে গত শুক্রবার এক ডেপুটেশান দিয়েছিল পূর্ব থানায়৷ অথচ আজ ৫ দিন যাবৎ পুলিশ প্রশাসন নির্বিকার৷ পুুলিশ আসামীকে ধরতে পারেনি এবং আসামী পলাতক এই কথা বলে দায় সারছিলেন৷ রবিবার মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্যাতীতার বাড়িতে গিয়েছিলেন এবং নির্যাতীতার পরিবারের সঙ্গে কথা বলেন৷ কিন্তু আজ দুপুর ১২টা নাগাদ বিজেপি মহিলা মোর্চা যখন থানাতে পুনরায় ডেপুটেশান সংগঠিত করতে গিয়েছিলেন এবং বৃহৎ আকারে আন্দোলন সংগঠিত করতে গিয়েছিলেন তখন পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাস আশ্চর্যজনকভাবে আসামী রূপক দেবনাথ কিছুক্ষন আগে গ্রেপ্তার হয়েছে বলে জানান৷ পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাস আজ ৫ দিন ধরে বলে আসছিলেন যে আসামী রূপক দেবনাথ পলাতক৷ তাকে উনারা খুঁজে পাচ্ছেন না৷ কিন্তু মহিলা মোর্চার আজকের আন্দোলনের খবর পেয়ে কি করে এত সহজে চানমারী এলাকা থেকেই আসামীকে গ্রেপ্তার করলেন সেটা একটা প্রশ্ণ চিহ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ এতে পরিস্কার বোঝা যাচ্ছে যে ইচ্ছে করেই এতদিন পুলিশ প্রশাসন আসামীকে বাঁচিয়ে রাখছিলেন৷ মহিলা মোর্চার অভিযোগে তাদের আন্দোলনের খবর পেয়ে আসামীকে গ্রেপ্তার করে নিজেদের কর্মকৌশলতা প্রমান করতে চেয়েছিলেন পুলিশ প্রশাসন৷ এর থেকে বোঝা যায় যে প্রশাসন শাসক দলের দলদাস হয়ে কাজ করছেন৷
আজকের আরেকটি ঘটনারও আসামীদের গ্রেপ্তারের দাবীতে বিজেপি মহিলা মোর্চার এক প্রতিনিধি দল পশ্চিম মহিলা থানায় ডেপুটেশান প্রদান করেন৷ গত শনিবার দশমীঘাটস্থিত মহাবীর ক্লাবের নিকটে বাড়ি একজন মহিলাকে ঐ এলাকারই নিবাসী মতিলাল সরকার এবং তার ছেলে মিঠুন সরকার শ্লীলতাহানি করে৷ তারপর থেকে এই পরিবারটি নির্যাতীতার পরিবারকে ভরভীতি প্রদর্শন করে আসছে৷ আজ তারই প্রতিবাদে নির্যাতীতাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য পশ্চিম মহিলা থানায় ডেপুটেশান দেওয়া হয়েছে৷
2017-07-04

