শাক্তি বাড়াতে নামল তৃণমূল, আজ রাজ্যে আসছেন মুকুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ সাংগঠনিক কর্মসূচীতে অংশ নিতে শনিবার রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি সাংসদ মুকুল রায়৷ মূলত, রাজ্যে ২০১৮ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দল গুলিও তাদের শক্তি বৃদ্ধি করার কাজে নেমে পড়েছে৷ আর এই লক্ষ্যে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও৷ নিজেদের শক্তি বাড়াতে দফায় দফায় কর্মী সম্মেলন এবং ছোট ছোট ঘরোয়া সভা করছেন তারা৷ শনিবার খোয়াইতে কর্মী সম্মেলনে অংশ নেবেন মুকুলবাবু৷
এদিকে, শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ যেখানে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ সকাল ১০টায় থেকে শুরু হয়ে বিকেল ৪টে পর্যন্ত চলে এই বৈঠক৷ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস সাহা জানিয়েছেন, আগামী ৪ঠা জুন রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে তৃণমূলের পশ্চিম জেলা কনভেনশন৷ সেই কনভেনশনেই আগামী বিধানসভা নির্বাচনের বিভিন্ন রণকৌশল ঠিক করা হবে৷ এই কনভেনশন শেষ হলে ১১ দফা দাবি নিয়ে সারা রাজ্যে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে দল৷ তিনি আরও জানান, বর্তমান বাম সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখে অরাজকতা চালিয়ে যাচ্ছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে লুন্ঠিত করা হচ্ছে৷ তা আর বেশি দিন তারা করতে পারবে না৷ তৃণমূল কংগ্রেস প্রতিদিন মানুষের কাছে যাচ্ছে৷ মানুষের বিভিন্ন সমস্যা সরকার এবং সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছে৷ এই লড়াইকে আরও শক্তিশালী করতেই আজকের এই বৈঠক বলে জানিয়েছেন তিনি৷