নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে কালো পতাকা দেখানোর সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে এক মহিলা পুলিশ কনস্টেবলের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের তিন নেতার বিরুদ্ধে৷ এমর্মে এনসিসি থানার পুলিশ একটি মামলা নিয়েছে৷ মামলার নম্বর ৪৪/১৭৷ মামলাটি হয়েছে একাধিক ধারায়৷ তার মধ্যে শ্লীলতাহানি সংক্রান্ত ধারাও রয়েছে৷ যেসব ধারায় মামলা হয়েছে সেগুলি হল ১৪৩, ৩৩২, ৩৫৩, ৩৫৪, ৫০৯ আইপিসি মোতাবেক৷ এছাড়াও পুলিশ অ্যাক্টের ৮২ ধারায় মামলা হয়েছে৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে ছাত্র পরিষদের তিন নেতা ভিকি প্রসাদ, বাপি দাস এবং গৌরব চক্রবর্তীর বিরুদ্ধে৷
2017-05-27

