উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের হুঙ্কারের মুখে লেজ গুটিয়ে ফিরল টাস্ক ফোর্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হুঙ্কারে লেজ গুটিয়ে ফিরে গেল পুর নিগমের টাস্ক ফোর্স৷ ঘটনা শহরের মিলনচক্র এলাকায়৷ উচ্ছেদ অভিযান ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
সংবাদে প্রকাশ, শহরের মিলনচক্র এলাকায় দীর্ঘদিন ধরে ৫০-৬০ জন ব্যবসায়ী রাস্তার পাশে বেআইনীভাবে ব্যবসা করে চলেছেন৷ বিশেষ করে সব্জি ও মাছ বিক্রেতা তারা৷ কিছু লোক তাদের এই বেআইনী ব্যবসার বিরুদ্ধে আওয়াজ তোলেন৷ তারা পুর নিগমের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন৷ সেই অভিযোগের ভিত্তিতে পুর নিগমের টাস্ক ফোর্স শুক্রবার সকালে ব্যবসায়ীদের উচ্ছেদ করার জন্য মিলনচক্র এলাকায় যায়৷ সেখানে পৌঁছতেই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেন৷ তাদের বক্তব্য, সকালের দিকে কয়েক ঘন্টা আর বিকালের পর সন্ধ্যায় কয়েক ঘন্টা তারা সেখানে সব্জি ও মাছ বিক্রি করেন রাস্তার পাশে বসে৷ এমনতর শহরের অনেক জায়গাতেই হচ্ছে৷ তাছাড়া এ এলাকার জনগণের জন্য সব্জি ও মাছের জন্য আশেপাশে আর কোন বাজার নেই দেড় দুই কিলোমিটারের মধ্যে৷ তারা পুর নিগমের টাস্ক ফোর্সকে সাফ জানিয়ে দেন যে তারা সেখান থেকে সরবেন না৷ সেখানেই তারা ব্যবসা করে যাবেন৷ পুর নিগমের টাস্ক ফোর্স একসময় কঠোর হয়ে উচ্ছেদের জন্য অগ্রসর হলে ব্যবসায়ীরা মারমুখী হয়ে উঠেন৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তেজনাকর হয়ে উঠে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ তারপরও ব্যবসায়ীরা সেখান থেকে সরতে নারাজ৷ পরিস্থিতির কথা বিবেচনা করে ব্যবসায়ীদের হুঙ্কারের মুখে লেজ গুটিেেয় সেখান থেকে চলে যায় টাস্ক ফোর্স৷ এদিকে, এলাকার কিছু লোকের অভিযোগ ঐ বেআইনী ব্যবসায়ীদের অনেকেই স্থানীয় বাসিন্দাদের বাড়ির গেইটের সামনে পর্যন্ত দোকান খুলে বসেছেন৷ তাতে বাড়ির লোকজন যাতায়াত করতে চরম অসুবিধার মুখে পড়েন৷ তাছাড়া রাস্তা সংকোচিত হয়ে যাওযায় পথচারী ও যান চালকদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে৷