নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সর্ব সম্মত প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল৷ আর এই বিষয়ে রাজ্য বিধানসভা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রস্তাব করেছে৷ বৃহস্পতিবার বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মণ বিশ্ববিদ্যালয়ের চলতি অবৈধ কার্যকলাপ, আর্থিক নয়ছয় এবং অবৈধ নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন৷ সুদীপ বাবু বলেন, রাজ্যের মানুষের সঙ্গে হটকারি আচরণ করে চলেছেন উপাচার্য নিজে৷ এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, অভিযোগ গুলি অমূলক নয়৷ তাঁর কাছেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত অভিযোগ এসেছে৷ অভিযোগগুলি খুবই গুরুত্বপূর্ণ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবীতে এরাজ্যের মানুষ আন্দোলন করেছে৷ কিন্তু বর্তমান উপাচার্য অঞ্জন কুমার ঘোষ রাজ্যের মানুষের আশা আকাঙ্খা নষ্ট করেছেন৷ এই অবস্থায় রাজ্য বিধানসভা থেকে ঘটনায় গুলি তদন্তের জন্য কেন্দ্রীয় নামব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে প্রস্তাব অনুমোদন করে পাঠাতেই পারে৷ সে অনুযায়ী বিধানসভা থেকে সুদীপ রায় বর্মণের প্রস্তাবটি সর্ব সম্মত ভাবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷
2017-05-26

