নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ মহিলা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র পরিষদ৷ বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে যোগ দিতে যাবার পথে ভিআইপি রোডে পরিষদের কর্মীরা মুখ্যমন্ত্রীর পথ আটকায়৷ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী রুট বদল করে অন্য রাস্তা দিয়ে বিধানসভায় পৌছান৷ মুখ্যমন্ত্রী চলে যাবার পর ছাত্র পরিষদের কর্মীরা মহাকরণে যাবার রাস্তায় ধর্ণায় বসেন৷ অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে৷ এই ঘটনায় ভিআইপি রোডে দীর্ঘক্ষন যান চলাচল ব্যহত হয়েছে৷
এদিন সকালে তৃণমূল ছাত্র পরিষদের শতাধিক কর্মী মহাকরণ ও বিধানসভায় যাবার মূল ফটকের বাইরে জড়ো হন৷ আশ্বর্য্যের বিষয় হল, বিধানসভা অধিবেশন চলাকালীন কড়া নিরাপত্তা মোতায়েন থাকা সত্বেও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ভিড়তে দিয়েছে পুলিশ৷ মূলত, আনোয়ারা মৃত্যু ইস্যুতে তৃণমূল ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাতে পৌছে যায় ভিআইপি রোডে৷ স্থানীয় জনগণ সাতসকালে এধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন৷ পরিস্থিতি বেগতিক ঘটতে পারে, তাই পুলিশের উচ্চ পদস্থ আধিকারকীরা সেখানে গিয়ে উপস্থিত হন৷ কিন্তু, আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার কোন উদ্যোগ নেয়নি৷ জানা গেছে, পুলিশের এধরনের কোন ঘটনা ঘটতে পারে বলে খবর ছিল৷ গোয়েন্দাদের কাছেও এমন কোন খবর ছিল না৷ ফলে, অনেকটা অপ্রস্তুত হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৎক্ষনাৎ কোন ব্যবস্থা নেয়নি পুলিশ৷
সময়মতো মুখ্যমন্ত্রী ঐ রাস্তা দিয়ে বিধানসভা অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন৷ তাঁকে দেখেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাঁর গাড়ি আটকায় এবং কালো পতাকা দেখায়৷ একসময় পরিষদের কর্মীরা রাস্তায় শুয়ে পড়েন৷ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী গতিপথ পাল্টে বিধানসভায় হাজির হন৷ মুখ্যমন্ত্রী চলে যাবার পর পরিষদের কর্মীরা ধর্নায় বসেন৷ তখন তাদের পুলিশ গ্রেপ্তার করে৷ জানা গেছে, সন্ধ্যা ছয়টায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ৷
2017-05-26

