নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ আজ থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন৷ চলবে ২৫ মে পর্যন্ত৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা আজ ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ২০১৭ বিল পেশ করেছেন৷ ১লা জুলাই থেকে ত্রিপুরা সহ সমগ্র দেশেই জিএসটি চালু হবে৷ সংসদে জিএসটি বিল ইতিমধ্যেই পাস হয়েছে৷ বিধানসভার তিনদিনের অধিবেশনের সরকারের আর কোন বিল নেই৷ প্রশ্ণোত্তর পর্ব, রেফারেন্স কলিং অ্যাটেনশন, স্টর্ট ডিউরেশন ডিসকাশন ইত্যাদি অবশ্য সূচিতে আছে৷ আজ অধিবেশনের প্রথম দিনেই বিলটি বিধানসভায় পেশ করা হয়েছে৷ শুধুমাত্র এই বিলটি পাস করানোর জন্যই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে হয়েছে৷
2017-05-24

