যুদ্ধ নয়, গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াইয়ে বিশ্বাস করে বিজেপি ঃ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ যুদ্ধ নয়, গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াইয়ে বিশ্বাস করে বিজেপি৷ তাই আগামী বিধানসভা

সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ ছবি নিজস্ব৷

নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে এবং তা সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে বিজেপি৷ সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিআইমে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে এইভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷ পাশাপাশি সিপিএম স্বৈরাচারী দল বলে সীতারামকে পাল্টা কটাক্ষ করেন তিনি৷ এবিষয়ে বিপ্লববাবুর যুক্তি, সিপিএমের স্বৈরাচারী মনোভাবের কারণেই ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে৷
এদিন বিজেপি প্রদেশ সভাপতি বলেন, ওয়াটরলুর যুদ্ধ হবে না, যুদ্ধ হবে মহাভারতের শেষ পর্যায়ের৷ তিনি বলেন, সিপিআইএম সবসময় দেশ বিরোধী অবস্থান নেয়৷ যাদের কর্মধারাতে গণতন্ত্রের কোন স্থান নেই তারাই এই রাজ্যে গণতন্ত্রের রক্ষার কথা বলছেন৷ স্বৈরাচারে বিশ্বাসী এই দল আদালতের আদেশও মানতে চায়না৷ যার জন্য রাজ্যের ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত৷ তিনি আরো বলেন, বেকারত্ব নির্মূল করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক পদক্ষেপ নিয়েছে৷ ত্রিপুরাতেও মুদ্রা ব্যাঙ্কের মাধ্যমে প্রচুর সহায়তা করা হয়েছে৷ মোট ৬৮ হাজার ১৪৬ জনকে ১৭ কোটি টাকা লোন দেওয়া হয়েছে৷ কিন্তু তা ক্যাডারদের পকেটে গেছে বলে তিনি অভিযোগ করেন৷
এদিন তিনি আরো বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের দৌলতে কালো টাকা বাইরে যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে৷ সংসদে এসংক্রান্ত আইন তৈরি হয়েছে৷ ৪৫০০ কোটি বিদেশের ব্যাঙ্ক থেকে কালো টাকা দেশে এসেছে৷ বাকি টাকাও ফিরিয়ে আনার চেষ্টা চলছে৷ বিমুদ্রাকরণের পদক্ষেপে ১৫ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে পৌছে গেছে৷ অথচ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বেমালুম মিথ্যা বলে গেলেন মোদী সরকারের আমলে কোন কাজই হয়নি৷
বিপ্লববাবুর দাবি, দেশের মধ্যে কমিউনিষ্টরা ত্রিপুরা দিয়ে রাস্তা খুজছে৷ অন্য জায়গায় তাদের কোন ঠাই নেই৷