নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : দুর্ঘটনার সংখ্যা কমাতে ও যাত্রী নিরাপত্তা বাড়াতে সেফটি সেস চালু করতে চলেছে রেল ।এর ফলে বাড়বে রেলের ভাড়া। একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে বিশেষ সুরক্ষা তহবিল গড়েছে রেল মন্ত্রক। তার জন্য প্রতি বছর ২০০০০ কোটি টাকা প্রয়োজন। যাত্রী ভাড়ার ওপর নিরাপত্তা শুল্ক বসিয়ে সেই টাকা উসুল করা হবে। বাজেটেই রেল সুরক্ষা তহবিল গড়ার ঘোষণা করা হয়েছিল। তার জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ৫০০০ কোটি টাকা আয় প্রয়োজন। তাই টিকিটের ওপর নিরাপত্তা কর বসানোর পরিকল্পনা চলছে বলে স্বীকার করেছেন রেল মন্ত্রী সুরেশ প্রভু।
প্রভুর মতে, ‘সুরক্ষা তহবিলের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। এতে সাধারণ সাধারণ মানুষের সাহায্য প্রয়োজন। তাই সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’ বাজেটের সময়ই বিশেষ সুরক্ষা তহবিল গড়ার কথা ঘোষণা করেছিল রেল মন্ত্রক। সেই বাবদ আগামী পাঁচ বছরের জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। যাতে রেল লাইন, সিগন্যাল ব্যাবস্থা এবং লেবেল ক্রসিংগুলির উন্নতির জন্য প্রতি বছর ২০,০০০ কোটি টাকা খরচ করা যায়। কিন্তু এখনও পর্যন্ত সুরক্ষা তহবিলে মাত্র ১৫,০০০ কোটি টাকা জমা পড়েছে। যার মধ্যে ১০,০০০ কোটি টাকা এসেছে কেন্দ্রীয় সড়ক তহবিল থেকে। বাকি ৫,০০০ কোটি দিয়েছে অর্থমন্ত্রক। আরও ৫,০০০ কোটি টাকা পেলে তবে ঘাটতি পূরণ সম্ভব। তার জন্য তিনটি উপায় গ্রহণ করা যেতে পারে— ১) শুল্কহীন সম্পদের মাধ্যমে অর্থ-সংগ্রহের উপায় বের করা, ২) মালপত্রের ভাড়া বৃদ্ধি অথবা ৩) যাত্রী ভাড়ার ওপর নিরাপত্তা কর বসানো। তিনটি উপায় নিয়েই আলাপ আলোচনা চলছে।