দিল্লীর নেতারা রাজ্য নেতৃত্বের কোনও কথা শুনেননি, তাই কংগ্রেস আজ বিপন্ন ঃ বীরজিৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ দিল্লীর নেতারা রাজ্য নেতৃত্বদের কোন কথা শুনেননি৷ এর জন্যই রাজ্যে কংগ্রেস বিপন্ন হয়ে পড়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷
এদিন তিনি উপজাতিদের অধিকারের প্রশ্ণে বক্তব্য রাখছিলেন৷ তিনি দাবি করেন, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ কংগ্রেস আমলেই গঠিত হয়েছে৷ বনাধিকার আইন কংগ্রেস আমলে পাশ হয়েছে৷ এখন আমরা চাইছি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে আরও শক্তিশালী করা হোক৷ যাতে উপজাতিদের কল্যাণে সহায়ক ভূমিকা নিতে পারে৷ তিনি বলেন, স্বশাসিত জেলা পরিষদের বদলে স্টেট কাউন্সিল গঠন করা হলে উপজাতিরা অধিক উপকৃত হবেন৷ পাশাপাশি কেন্দ্র থেকে সরাসরি অর্থ তাদের প্রদান করা হলে উন্নয়ন আরও গতিশীল হবে৷ তাঁর বক্তব্য, রাজ্যের হাত হয়ে যাওয়ার বদলে কেন্দ্র থেকে সরাসরি অর্থ স্বশাসিত জেলা পরিষদকে দেওয়া হলে উপজাতিদের অধিক কল্যাণ হবে৷ তাতে বীরজিৎ বাবুকে প্রশ্ণ করা হয় ইউপিএ আমলে সরাসরি অর্থ প্রদান কিংবা স্টেট কাউন্সিল কেন গঠন করা হল না৷ এর জবাবে তিনি বলেন, স্বশাসিত জেলা পরিষদে সরাসরি অর্থ দেওয়া হয়নি সেটা ইউপিএ সরকারের ভুল সিদ্ধান্ত ছিল৷ তিনি ক্ষোভের সুরে বলেন, দিল্লীর নেতাদের এই বিষয়ে বহুবার আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, তাঁরা রাজ্য নেতৃত্বের কোনও কথা শুনেননি৷ যার কারণে এই রাজ্যে কংগ্রেস বিপন্ন হয়ে পড়েছে৷ প্রশ্ণ করা হয়েছিল দিল্লীর নেতৃত্ব তাহলে রাজ্য নেতাদের বদলে সিপিএমের কথা শুনেছেন কি না৷ এই বিষয়ে বীরজিৎবাবু কোন উত্তর না দিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলেই মনে করা হচ্ছে৷