নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদাম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর এফআইআর এর ভিত্তিতেই মামলা করেছে ইডি| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কর্তারা জানিয়েছেন, কার্তি চিদম্বরমের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যা এফআইআর-এর সমতুল্য| শুধুই কার্তিই নন, আর্থিক দুর্নীতি দমন আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে আইএনএক্স মিডিয়া এবং সংস্থার দুই ডিরেক্টর পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধেও|
উল্লেখ্য, সম্প্রতি ইডি-র দেওয়ায় আইএনএক্স মিডিয়ার অবৈধ খরচ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে কার্তি ও অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই| গত মঙ্গলবার চারটি শহরে ছড়িয়ে থাকা কার্তির বাসভবন ও অফিসে তল্লাশি চালায় সিবিআই| তবে, ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পি চিদাম্বরম জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্যই তাঁর ছেলেকে নিশানা করা হয়েছে|