নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ তেলিয়মুড়ায় এক বিরল প্রজাতির পশু শাবকের আগমনে কৌতুহলী জনতার ভীড় জমে যায় ঘটনাস্থলে৷ বিভিন্ন জনের অনুমান ভিত্তিক বিভিন্ন প্রজাতির প্রাণীর উল্লেখ করলেও পশু শাবকটির আসল পরিচয় সনাক্ত হয়নি৷
ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানার অধীন ডি এম কলোনী এলাকায়৷ সকালে ঐ এলাকার পথচলতি মানুষ দেখতে পায় বিরল প্রজাতির এই পশুটি পথ হারিয়ে জঙ্গল থেকে বেড়িয়ে এসেছে৷ সাধারণ মানুষ প্রথমে ভয় পেলেও পরে পশু শাবকটি ধরার চেষ্টা করে৷ কিন্তু শাবকটি ছোট হলেও রেগে মানুষকে ভয় দেখাচ্ছিল৷ ধীরে ধীরে মানুষ বাড়তে থাকায় একসময় পশু শাবকটিও ভয় পেয়ে যায়৷ কিন্তু, সে কারোর হাতে আসেনি৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বন বিভাগে৷ বন দপ্তরের কর্মীরা আসার আগেই সেই বিরল প্রজাতির পশু শাবকটি আবার জঙ্গলে গা ঢাকা দেয়৷ এলাকাবাসীরা জানিয়েছেন ঐ জঙ্গলে অনেক ধরনের বন্যপ্রাণী থাকে৷ সেখান থেকেই হয়ত তার পরিবারের কাছ থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসে৷ তবে শাবকটির আতল পরিচয় পাওয়া যায়নি৷ বন দপ্তরের কর্মীরা অবশ্য তল্লাসী চালিয়ে ব্যর্থ হয়েছেন পশু শাবকটিকে ধরতে৷
2017-05-11

