নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ কলকাতা থেকে মার্কিন ডলার এনে সীমান্ত অতিক্রম করতে গিয়েই ধরা পড়ে চার

বাংলাদেশী৷ এই স্পষ্টিকরণ দিয়ে বিএসএফের পক্ষ থেকে এক প্রেস রিলিজ জারী করা হয়েছে বুধবার৷ বিএসএফের পাবলিক রিলেশন অফিসার তথা ডেপুটি কমান্ডেন্ট লক্ষ্য মেহেতা জানিয়েছেন, মঙ্গলবার ধৃত চার বাংলাদেশী নাগরিক স্বীকারোক্তি দিয়ে বলেছে যে তারা আট মে সকাল ১১টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলা থেকে কলকাতা গিয়েছিল৷ তারপর সেখান থেকে ২ লক্ষ ৩ হাজার ১০০ মার্কিন ডলার সংগ্রহ করে আট মে সন্ধ্যার বিমানে কলকাতা থেকে আগরতলায় ফিরে আসে৷ এই ডলার নিয়ে, চার বাংলাদেশী মঙ্গলবার শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে৷ সেখানেই তারা বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে৷
বিএসএফ প্রেস রিলিজে আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ঐ চার

বাংলাদেশী নাগরিককে আটক করে৷ ধৃতরা হল, আবুল কালাম আজাদ (১৯), পরিমহল সাহা (৩৭), মহম্মদ আলি (৩৭) এবং সাজিবুর রহমান (৪৬)৷ তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচাং থানা এলাকায়৷ ধৃতরা বিএসএফের কাজে স্বীকার করেছে যে, আট মে তারা শ্রীমন্তপুর এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে৷ বিএসএফের পক্ষ থেকে ধৃত চারজনকে আগরতলা ল্যান্ড কাস্টমস এর হাতে তুলে দিয়েছে৷ সংশ্লিষ্ট কতৃপক্ষ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে৷ জানা গিয়েছে, এই চার বাংলাদেশী নাগরিকের সাথে কলকাতার একটি চক্র জড়িত রয়েছে এই আন্তর্জাতিক মুদ্রা চোরাচালানে৷ ল্যান্ড কাস্টমস কতৃপক্ষ বিষয়টি নিয়ে কলকাতা অফিসের সাথেও যোগাযোগ করছে বলে জানা গিয়েছে৷ এদিকে, প্রশ্ণ উঠেছে, কলকাতা ও আগরতলা বিমান বন্দর কতৃপক্ষের নজর এড়িয়ে কিভাবে এই চোরাকারবারীরা বিপুল পরিমানে মার্কিন ডলার বহন করল৷ তাও আবার সরকার নিয়ন্ত্রিত একটি বিমান সংস্থার৷

