আনোয়ারা ছাত্র সমাজের চাপের মুখে বেসামাল পুলিশ ফের আশ্বাস দিল মৃত্যুর রহস্য উন্মোচনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ মহিলা পলিট্যাকনিকের ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সুষ্ঠু

আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সুবিচারের দাবীতে বুধবার সন্ধ্যায় আগরতলায় মিছিল আনোয়ারা ছাত্র সমাজের৷ ছবি নিজস্ব৷

বিচারের দাবী নিয়ে আজও সরব আনোয়ারা ছাত্র সমাজ৷ এই সমাজ বুধবার সন্ধ্যায় শহরের প্যারাডাইস চৌমুহনীস্থিত সিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আসে৷ সেখানে তারা পথ অবরোধ করেন৷
এদিকে, মিছিল ও পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন সদরের এসডিপিও অশোক কুমার সিনহা৷ তিনি আনোয়ারা ছাত্র সমাজের ব্যানারে মিছিলে অংশগ্রহণকারী ছাত্র যুবদের তোপের মুখে পড়েন৷ তাঁর কাছে দাবী জানানো হয় আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্য উন্মোচন করা হোক এবং দোষীদের চিহ্ণিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করে আনোয়ারার প্রতি সুবিচার করা হোক৷ দাবী জানানোর পাশাপাশি ছাত্র সমাজ প্রশাসনের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন৷ তাদের অভিযোগ আনোয়ারা চৌধুরীর মৃত্যুর প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে৷ ছাত্র সমাজের একের পর এক অভিযোগে এসডিপিও রীতিমতো বেসামাল হয়ে পড়েন৷ তিনি চাপের মুখে আরো এক দফায় সময় চাইলেন৷ তিনি ছাত্র সমাজকে আবারো আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তিনি আশ্বাস দিয়েছেন সাত দিনের মধ্যে আনোয়ারা মৃত্যুর বিষয়ে সব ধরনের দাবী আপত্তির খোলসা হয়ে যাবে৷ এই আশ্বাসের ভিত্তিতে এদিন আনোয়ারা ছাত্র সমাজের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে৷ প্রসঙ্গত, মহিলা পলিট্যাকনিক কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরী রহস্যজনকভাবে মৃত্যু হয়৷ পরে সহপাঠী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন ও জনগণের চাপের মুখে পড়ে প্রশাসনের তরফ থেকে আনোয়ারার মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে ময়না তদন্ত করা হয়৷ একটি মামলা নেওয়া হয়৷ তদন্ত প্রক্রিয়া এখনো চলছে৷