দুর্নীতির অভিযোগে বিএসপি থেকে বিতারিত নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজল

লখনউ, ১০ মে (হি.স.) : দুর্নীতির অভিযোগে দল থেকে বিতারিত বহুজন সমাজবাদী পার্টির শীর্ষনেতা নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজল | ৱুধবার বিএসপির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সদস্য সতীশচন্দ্র মিশ্র বলেন, সাধারণ মানুষের কাজ করে দেওয়ার পরিবর্তে টাকা নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে| দল বিরোধী কার‌্যকলাপ এবং ওই কাজে ইন্ধন দেওয়ার অভিযোগে বহুজন সমাজবাদী পার্টির শীর্ষনেতা নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজলকে বহিষ্কার করেন মায়াবতী|
দলীয় সূত্রে খবর, মুসলিম সম্প্রদায়ের মুখ হিসাবে সিদ্দিকি একটা সময় দলনেত্রী মায়াবতীর খুবই ঘনিষ্ঠ ছিলেন| গত এপ্রিল মাসে দলের বিভিন্ন পদে রদবদলের সময় সিদ্দিকিকে উত্তরপ্রদেশের দায়িত্ব থেকে সরিয়ে মধ্যপ্রদেশের দায়িত্বভার দেওয়া হয়| সেখানেও তাঁর নামে একাধিক অভিযোগ ওঠে| অবশেষে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নাসিমউদ্দিন সিদ্দিকি ও তাঁর ছেলে আফজলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়| এদিন বহিষ্কারের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে|
সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বহুজন সমাজবাদী পার্টির চূড়ান্ত ভরাডুবি হয়েছিল| ৪০৩টি আসনের মধ্যে ১৯টি আসন পেয়েছিল| আর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে একটি আসনও পায়নি বিএসপি| তখন উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন সিদ্দিকি| দলের এই ভরাডুবির পিছনে তাঁর হাত রয়েছে বলেও অনেক নেতাই মনে করেন| তাই এই বহিষ্কার বলে মনে করছেন রাজনৈতিক পর‌্যবেক্ষকরা|