BRAKING NEWS

জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বর্ষা ঢুকছে দেশে : দিল্লির মৌসম ভবন

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : এবছর বর্ষা আসতে চলেছে একেবারে নিয়ম মেনেই | এমনই সুখবর নিয়ে এল দিল্লির মৌসম ভবন | আর শুধু তাই নয়, এ বছর প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে দিল্লির আবহাওয়া অফিস |
প্রতিবছরই বৃষ্টির অভাবে দেশের বেশ কিছু জায়গায় খরা দেখা দেয়| দিল্লি আবহাওয়া দফতর জানিয়েছে, এই সমস্যা এবার দেখা দেবে না গোটা দেশে | কারণ, পূর্বাভাস অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বর্ষা ঢুকছে দেশে | গত ৫০ বছরে বৃষ্টিপাতের গড় ছিল ৮৯ শতাংশ| কিন্তু এবছর স্বাভাবিকের থেকে বেশি ৯৬ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে| এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে হওয়া অফিসের ডিরেক্টর জেনারেল কে জে রমেশ জানিয়েছেন, এবছর সুখবর নিয়ে আসছে| সাধারণের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ায় কৃষিকার‌্যে সুবিধা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *