নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ মে৷৷ সোনামুড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশের সময় বিএসএফ চারজন বাংলাদেশীকে আটক করেছে৷ তাদের কাছ ২ লক্ষ ৩ হাজার ১০০ আমেরিকান ডলার উদ্ধার হয়েছে৷ বিএসএফ তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে৷
জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ সোনামুড়া সীমান্ত দিয়ে চারজন বাংলাদেশী রাজ্যে ঢুকার চেষ্টা করেন৷ তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিএসএফ চারজনকে আটক করে৷ জেরায় তারা জানিয়েছেন, ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রথমে তারা পশ্চিমবঙ্গে ঢুকার চেষ্টা করেছিলেন৷ কিন্তু, তাতে তারা ব্যর্থ হন৷ তাই এখন ত্রিপুরা সীমান্ত দিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করেন৷
2017-05-10

