নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ছেলে ও স্ত্রীর হাতে মার খেয়ে অপমানে আত্মহত্যা করলেন এক ব্যক্তি৷ জানা গেছে, বিশালগড় জাঙ্গালিয়ার বাসিন্দা পেশায় রিক্সা চালক কানাইলাল দাস(৪২) সোমবার রাত এগারটা নাগাদ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, গতকাল রাতে বাড়ি ফেরার পর স্ত্রী পূর্ণিমা দাসের সাথে কানাইলাল দাসের প্রচন্ড ঝগড়া হয়৷ উত্তেজিত অবস্থায় একসময় স্ত্রীর উপর হাত তুলেন কানাইলাল দাস৷ এই ঘটনা ছেলে ধ্রুব দাস ও স্ত্রী মিলে তাকে প্রচন্ড মারধর করেছে৷ অপমান সহ্য করতে না পেরে রাতেই ঘরে ঢুকে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেন তিনি৷ প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালে আজ সকাল সাতটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷
2017-05-10

