BRAKING NEWS

মায়ানমারে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, মৃত ১৯

ইয়াঙ্গন, ২৯ এপ্রিল (হি.স.): পূর্ব মায়ানমারে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস| মর্মান্তিক দুর্ঘটনায় মৃতু্য হয়েছে ১৯ জন যাত্রীর| আহত হয়েছেন অন্তত ২১ জন| অভিশপ্ত বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| কারেন স্টেট-এর পুলিশ চিফ কি লি জানিয়েছেন, শুক্রবার ৪০ জন যাত্রী নিয়ে সেন্ট্রাল বাগো প্রদেশ থেকে আসছিল বাসটি| মিয়াওয়াড্ডি টাউনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ জন| কপাল ভালো থাকায় ২১ প্রাণে বেঁচে গিয়েছেন| তবে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক|

কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলে অথবা বাসটির ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটেছে| এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *