নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যপাল বৃহস্পতিবার রাজভবনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত

বিচারপতি সুবল বৈদ্যকে ত্রিপুরা নতুন লোকায়ুক্ত হিসাবে শপথ বাক্য পাঠ করান৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রিসভার অন্যান্য বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন৷ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুবল বৈদ্য এতদিন ত্রিপুরার পুলিশ দায়বদ্ধতা কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করছিলেন৷ তিনি মানবাধিকার বিষয়ে তার গভীর অভিজ্ঞতার জন্যও সুপরিচিত৷ শপথ গ্রহণের পর সাংবাদিকের বিভিন্ন প্রশ্ণের উত্তরে তিনি বলেন, অফিসে গিয়ে তিনি খতিয়ে দেখবেন এতদিন কি কাজ হয়েছে৷ তবে ত্রিপুরার লোকায়ুক্ত আইনের সংশোধন খুব প্রয়োজন৷ আন্যথায় বর্তমান আইনের গন্ডিতে থেকে বিশেষ কিছু করা সম্ভব নয়৷ তিনি আরও বলেন, বিধানসভার বিগত অধিবেশন ত্রিপুরার লোকায়ুক্ত আইনের সংশোধনী এনে একটি বিল পেশ করা হয়েছে৷ বিলটি বিবেচনার জন্য কমিটিতে গেছে৷ আশা করা যায় এর পরেই কিছু করা সম্ভব হবে৷
উল্লেখ করা যেতে পারে এই আইনের খামতি নিয়ে বেশ কয়েকবার বিধানসভায় চর্চা হয়েছে৷ আশা করা যায় বিধানসভার আগামী অধিবেশনে সংশোধনী বিলটি আবার কিছু প্রস্তাব সহ আলোচনার জন্য উঠবে৷ উল্লেখ্য, গত ডিসেম্বরে প্রাক্তন লোকায়ুক্ত গুজরাট উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি পি কে সরকারের মেয়াদ শেষ হয়৷ এরপর থেকে রাজ্যে লোকায়ুক্তের পদটি খালি পড়ে রয়েছিল৷ রাজ্য সরকার নতুন লোকায়ুক্ত নিয়োগের ক্ষেত্রে সক্ষম হচ্ছিল না৷ এরজন্য বিরোধীদের দাবী মেনে বিধানসভার অধ্য রমেন্দ্র চন্দ্র দেবনাথ লোকায়ুক্ত নিযুক্তির জন্য কৃষি মন্ত্রী অঘোর দেববর্মার নেতৃত্বে একটি গঠন করেছিলেন৷ অবশেষে অবসরপ্রাপ্ত বিচারপতি সুবল বৈদ্যকে নতুন লোকায়ুক্ত পদে নিযুক্তি দেয় রাজ্য সরকার৷

