গুয়াহাটি, ২০ এপ্রিল, (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ভিভিআইপি গাড়িকে লালবাতি সংস্কৃতি থেকে মুক্ত করতে কোনও নির্দেশিকা রাজ্য সরকারের হাতে আসেনি। তবু যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা, তাই তাঁর এই ইচ্ছাকে সাকার করতে পুরোপুরি প্রস্তুত অসম সরকার।
গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বহু সদস্য তাঁদের গাড়ি থেকে লালবাতি সরিয়ে দিয়েছেন। এই পথ অনুসরণ করে আজ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও রাজ্যের সব মন্ত্রী, নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থার উচ্চ পদাধিকারী, সরকারি শীর্ষ আমলাদের তাঁদের গাড়ি থেকে অবিলম্বে লালবাতি সরিয়ে দিতে নির্দেশিকা জারি করেছেন।
এদিকে তাঁর নির্দেশিকা হাতে গিয়ে পৌঁছার আগেই তাঁর ভিভিআইপি গাড়ি থেকে লালবাতি সরিয়ে নিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা হাউসফেড-এর নবনিযুক্ত চেয়ারম্যান রঞ্জিতকুমার দাস। আজই রাজ্যের অন্যান্য মন্ত্রী-নিগম বা রাষ্ট্রায়াত্ত সংস্থার চেয়ারম্যানরা এই পথ অনুসরণ করে তাঁদের গাড়ি থেকে লালবাতি সরিয়ে নেবেন বলে দিশপুরের অলিন্দ্য থেকে খবর পাওয়া গেছে।
এদিকে অসমে তড়িঘড়ি এই ফরমান জারি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমরা জনতার সরকার। লালবাতি সাঁটা গাড়ি দেখে এমনিতেই মুখ সিঁটকান আমজনতা। এভাবে বিশেষ ব্যক্তি হয়ে আমরা জনতার কাছে ঘেঁষতে গিয়ে অসুবিধায় পড়ি। আমরা মনে করি, দেশের সকলেই বিশেষ ব্যক্তি। আমরাও এর ব্যতিক্রম নই। তদুপরি সুপ্রিম কোর্টও এর আগে ভিভিআইপি কালচার রোধে বিধিনিষেধ জারি করেছিল। ওই নির্দেশিকাকে যথোপযুক্ত সম্মান না দেওয়ার ফলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কড়া দাওয়াই প্রয়োগ করতে বাধ্য হয়েছেন। তাঁর সিদ্ধান্তকে আমাদের অবশ্যই সম্মান জানানো উচিত, মনে করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
2017-04-20

