নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ প্রতিবেশী পরিবারের সংঘবদ্ধ হামলায় প্রাণ হারিয়েছেন এক যুবক৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার মনু থানার অধীন ফুলছড়িতে৷ গুরুতর আহত অবস্থায় আক্রান্ত যুবককে জি বি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, মনু থানার অধীন ফুলছড়ির বাসিন্দা গোপী চরণ ত্রিপুরা (২৮)৷ প্রতিবেশী জনি কুমার ত্রিপুরা (৫২)৷ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ জনি ও গোপীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ হয়৷ তার মধ্যেই জনি কুমার ত্রিপুরা ও তার দুই ছেলে সমির কুমার ত্রিপুরা এবং সালিম কুমার ত্রিপুরা ধারালো দা ও লাঠি নিয়ে গোপী চরণ ত্রিপুরার উপর হামলা চালায়৷ বেধরক মারধর ও আঘাত করা হয়৷ তাতে গোপী গুরুতর আহত হয়৷ তার মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে৷ আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মনু হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ গোপী চরন ত্রিপুরার মৃত্যু হয়৷ এদিকে, নিহতের পরিবারের তরফ থেকে মনু থানায় বিষয়টি জানিয়ে একটি মামলা করা হয়েছে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ কিন্তু, ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ তাই তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, জানা গিয়েছে পূর্ব শত্রুতার জেরেই দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
2017-04-10

