নির্বাচনের রণনীতি স্থীর করতে ৬ মে আসছেন অমিত শাহ, চাকুরী বাতিল সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির অঙ্গ সংগঠনগুলির গুচ্ছ আন্দোলন কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ পূর্বোত্তরে এখন বিজেপির টার্গেট ত্রিপুরা দখল৷ তাই নির্বাচনী রণনীতি স্থীর করতে দুই

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য প্রভারী সুনিল দেওধর এবং দলের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ ছবি নিজস্ব৷

দিনের রাজ্য সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আগামী ৬ মে তিনি রাজ্যে আসবেন৷ ৭ মে তিনি ফিরে যাবেন৷ মূলতঃ রাজ্যে সংগঠনের কাজকে আরও মজবুত করতে এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নীতি নির্দেশিকা দিতে তাঁর এই রাজ্য সফর বলে জানিয়েছেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ এদিকে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে বিজেপি রাজ্য কমিটি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানান, মহিলা মোর্চার মহাকরণ অভিযান, ওবিসি মোর্চার প্রত্যেক জেলা শাসকের অফিসে ধর্ণা এবং যুব মোর্চা লাগাতর ধর্ণা কর্মসূচী পালন করবে৷
এদিন তিনি জানান, রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে৷ প্রায় প্রতিদিন একজন ধর্ষিতা হচ্ছেন৷ এখন ধর্ষণের পর খুনের ঘটনাও ঘটছে৷ বামফ্রন্ট শাসনে এরাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই৷ তাই আগামী ৭ এপ্রিল বিজেপির মহিলা মোর্চা মহাকরণ অভিযান সংগঠিত করবে৷ এদিন তিনি আরও জানান, রাজ্যে ওবিসি অংশের জনগণের অধিকার খর্ব করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ওবিসি অংশের জনগণের স্বার্থ রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নিয়েছে৷ তাই আগামী ১০ এপ্রিল ১১ দফা দাবী নিয়ে ওবিসি মোর্চা প্রতিটি জেলায় জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবে৷ পাশাপাশি তিনি আরও জানান, ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল, যোগ্যদের বঞ্চিত করা এবং প্রায় আট লক্ষের মতো বেকারের কর্মসংস্থান সহ এরাজ্যে সরকারী কর্মচারীদের চরম আর্থিক বঞ্চনা ইত্যাদি ইস্যুতে বামফ্রন্ট সরকারের নীতির প্রতিবাদে আগামী ১১ এপ্রিল থেকে যুব মোর্চা লাগাতর ধর্ণা শুরু করবে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার পদত্যাগ না করা পর্যন্ত এই ধর্ণা চলতে থাকবে বলে তিনি জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, বামফ্রন্টের নীতি অনুসরণ করে ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকের কোন সহায়তা করা সম্ভব নয়৷ বিজেপি ক্ষমতায় আসলে বিকল্প ব্যবস্থা অবলম্বনের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে৷ কর্পোরেটদের সাথে মিলে, দক্ষতা বিকাশের মাধ্যমে এবং কো-অপারেটিভ সোসাইটি গঠন করে চাকুরীচ্যুত শিক্ষকদের বিকল্প অর্থ উপার্জনের সুযোগ সম্ভব বলে তিনি দাবি করেন৷ বিজেপি ক্ষমতায় আসলে এই সমস্ত পন্থার মাধ্যমে উদ্যোগ নিয়ে তাদের সহায়তা করা হবে৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনিল দেওধর জানান, ২০১৮ নির্বাচনের লক্ষ্যে নির্বচনী রণনীতি স্থীর করতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন৷ তিনি দুইদিন রাজ্যে অবস্থান করবেন৷ দলীয় কর্মকর্তাদের নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির রূপরেখা তিনি স্থীর করে দিয়ে যাবেন৷ ৭ মে তিনি রাজ্য ত্যাগ করবেন৷ সুনিল দেওধর জানান, বিজেপি সর্বভারতীয় সভাপতি সারা দেশেই প্রবাস শুরু করেছেন৷ তবে, যেসব রাজ্যে আগামী দিনে নির্বাচন রয়েছে সেখানে তিনি অধিক সময় ব্যয় করবেন৷ উত্তরপ্রদেশ নির্বাচনের পর এখন ত্রিপুরা সহ পূর্বোত্তরে বেশ কয়েকটি রাজ্য বিজেপির মূল লক্ষ্য৷ আসামের পর ত্রিপুরা এই অঞ্চলের একমাত্র রাজ্যে যেখানে বিজেপি একক ভাবে ক্ষমতায় আসতে পারে৷ এর জন্য জমি প্রস্তুত আছে৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি এসে বাকি নীতি নির্দেশিকা স্থীর করে দিয়ে যাবেন৷ এদিকে, ৭ এপ্রিল মহিলা মোর্চার মহাকরণ অভিযানে অংশ নিতে রাজ্যে আসছেন বিজেপি মহিলা মোর্চার সর্ব ভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর৷