নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/কমলাসাগর, ৪ এপ্রিল৷৷ ঝড়ে উদয়পুরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ বাড়িঘর, বিদ্যুতের ট্রান্সফরমার

নষ্ট হয়ে গেছে৷ উদয়পুর শহরের শপিং কমপ্লেক্সে বড় পুরাতন গাছ দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ায় বহু মোটর বাইক এবং গাড়ির ক্ষতি হয়েছে৷ নগর পঞ্চায়েতের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে পড়েছে বলে জানা গিয়েছে৷ এইদিকে চৈত্রের মেলায় বিভিন্ন হকার তাদের পসরা নিয়ে শহরের রাস্তার দু পাশে বসে থাকার ফলে এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা৷ ঝড়ের আধ ঘন্টার পর ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারীগণ সহ প্রশাসনের কর্মকর্তারা৷ এইদিকে ঝড়ে এক মহিলা আহত হয়েছেন৷ ঘটনা টেপানিয়া ভুতারমাটিলা এলাকায়৷ আহত মহিলার নাম দীপালি দেবনাথ৷ বর্তমানে গোমতী জেলা হাসপাতালে দীপালি দেবনাথের চিকিৎসা চলছে বলে জানা গেছে৷ ঝড়ে ক্ষতি হয় রাবার চাষিদেরও৷ প্রচুর প্ররিমাণে রাবার গাছ ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন রাবার চাষিরা৷ এদিকে, কমলাসাগর বিধানসভাস্থিত কৈয়াডেপা গ্রাম পঞ্চায়েতে এলাকায় সোমবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ জানা যায় কৈয়াডেপা গ্রাম পঞ্চায়েতের দুইনং এবং তিন নং ওয়ার্ডে ভিবিন্ন স্থানে প্রবল ঘূর্ণিঝড়ের ফলে৷ ভজন লস্করের বাড়ির ২টি মাটির ওয়াল টিনের ছাউনি দেওয়া, ২টি ঘরের টিনের ছাউনি গুলিকে ঘূর্ণিঝড়ের পাকে প্রায় ১০০ মিটার দূরে উড়িয়ে নিয়ে যায়৷ তবে বাড়ির লোকজনের তেমন কিছু হয়নি বলে জানা যায়৷ এই ঘূর্ণিঝড়ে তিন নং ওয়ার্ডের সুবোদ দাস গুপ্তের রাবার বাগানে একশটি রাবার গাছ, ভেঙ্গে মুচরিয়ে ফেলে দেয়৷ আরো অন্যান্যদের রাবার বাগান নষ্ট হয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের ফলে কৈয়াডেপা গ্রাম পঞ্চায়েতের ২নং ও ৩ নং ওয়ার্ডে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে৷ এই এলাকা পরিদর্শন করতে আসেন কমলাসাগর এলাকার বিধায়ক নারায়ন চৌধুরী সহ শাসক দলের আগে অন্যান্য নেতারা৷ নেতারা ক্ষতিগ্রস্থ পরিবারদের কিভাবে সাহায্য করা যায় ও তাদের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন৷ এবং মহকুমার শাসকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে জানান৷ এদিকে সোনামুড়ার বিভিন্ন এলাকাতেও কাল বৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বহু বাড়ি ঘর তছনছ হয়ে গিয়েছে৷
এদিকে, বজ্রাঘাতে নিহত এক ব্যক্তি৷ কাল বৈশাখীর ঝড় শুরু হতেই বজ্রাঘাতে মারা গেলেন উদয়পুর মহকুমার উত্তরতুলা মুড়ায় আজিজ মিয়াঁ(৫০)৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দাঁড়িয়ে থাকা অবস্থায় তার উপর সরাসরি বাজ পড়ে৷ এতে তার মুখ ও মাথা ঝলসে যায়৷ সঙ্গে সঙ্গেই মাটি থেকে তুলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ গত কয়েকদিনের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে রাজ্যের বহু এলাকায় ঘরবাড়ি বিদ্যুৎতের ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে৷

