সুপ্রিম কোর্টের দাবড়ানিতে সমস্ত দপ্তর-পিএসইউতে পদোন্নতী স্থগিত রাখার নির্দেশ জারি রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ আইনী গুঁতোয় রাজ্য সরকার নানা দিক দিয়ে ভীষণ সমস্যায় পড়েছে৷ চাকুরীতে সংরক্ষণ এবং আদালত অবমাননার মামলার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার আজ এক মেমোরন্ডাম জারি করে বলেছে সমস্ত সরকারী দপ্তর সহ পিএসইউ এবং টিপিএসসিতে সমস্ত ধরনের পদোন্নতী স্থগিত রাখতে হবে৷ এই মামলাগুলির নিষ্পত্তি কিংবা সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশের পূর্বে কোনও পদোন্নতী করা যাবে না৷ এই সংক্রান্ত গত ১৪ ডিসেম্বর, ২০১৬ তারিখে যে মেমোরেন্ডাম জারি করা হয়েছিল তা এদিন বাতিল করা হয়েছে৷ এই আদেশ কঠোর ভাবে পালন করার জন্য কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷
গত ২৭ মার্চ রাজ্য প্রশাসনের পদোন্নতীতে সংরক্ষণ মামলায় প্রাথমিক শুনানী হয়৷ সংশ্লিষ্ট মামলায় ডিভিশন বেঞ্চের রায় অমান্য করার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আদালত অবমাননার দুটি মামলার ঐ দিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নোটিশ জারির নির্দেশ দিয়েছিল৷ এই মামলাটি সুপ্রিম কোর্টে ১০ আগষ্ট শুনানীর জন্য উঠবে৷
আইন দপ্তর সূত্রে জানা গিয়েছে পদোন্নতী নিয়ে আদালত অবমাননার বিষয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানতে চাইলে রাজ্য সরকারের এটর্নি জেনারেল কোন উত্তর দিতে পারেননি৷ তাতেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ জারি করার নির্দেশ দেয়৷ আইন দপ্তর সূত্রে খবর, ঐদিনই দিল্লী থেকে মৌখিক ভাবে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়ে দেন আইন সচিব৷ এরই প্রেক্ষিতে শনিবার রাজ্য সরকার এই নির্দেশ জারি করেছে৷
ফলে এখন থেকে মর্জিমাফিক পদোন্নতীতে লাগাম পড়বে৷ উচ্চ আদালতের রায়ের পরও পদোন্নতীতে সংরক্ষণ মানেনি রাজ্য সরকার৷ যার কারণে সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছে৷ রাজ্য প্রশাসনের একাংশের বক্তব্য, পিঠ বাঁচাতে রাজ্য সরকারের এই কড়া নির্দেশ জারি করা ছাড়া আর কোন বিকল্প রাস্তা খোলা নেই৷ আইনী গ্যাঁড়াকলে মহা ফ্যাসাদে পড়েছে রাজ্য সরকার৷ আপাত দৃষ্টিতে খুব সহজে এই সমস্যার হাত থেকে মুক্তি মিলবে না বলেই অনুমান করা হচ্ছে৷