তিরুঅনন্তপুরম, ২ এপ্রিল (হি.স.) : কেরলের সিআরপিএফ ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ৪০০ সিআরপিএফ জওয়ান। শনিবার রাতের খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন কেরলের পল্লিপুরমের সিআরপিএফ ক্যাম্পের প্রায় ৪০০ জওয়ান। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় । রবিবার সকালেই অনেককে ছেড়ে দেওয়া হয়।অসুস্থ জওয়ানরা প্রশিক্ষণ নিতে দেশের নানা প্রান্ত থেকে ওই ক্যাম্পে এসেছিলেন বলে জানা গেছে।
জানা গেয়ে গতকালের ডিনারের মেনুতে ছিল মাছ। তা খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন কেরলের পল্লিপুরমের সিআরপিএফ ক্যাম্পের প্রায় ৪০০ জওয়ান। পেটের গন্ডগোল শুরু হয়, তাঁরা বমি করতে থাকেন। খাদ্যে বিষক্রিয়াই এর কারণ বলে মনে করা হচ্ছে। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতেই তিরুঅনন্তপুরম মেডিকেল কলেজে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে শতাধিক জওয়ানকে। আজ সকালেই অবশ্য অনেককে ছেড়ে দেওয়া হয়।
2017-04-02
