নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ মার্চ৷৷ আবারও কলঙ্কিত তেলিয়ামুড়া হাসপাতাল৷ চার বছরের এক শিশুর চিকিৎসায় গাফিলতি ও ভুলের জন্য মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে৷ এই ব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ পদ্মরাম জমাতিয়া স্বীকার করেছেন যে চিকিৎসায় গাফিলতিতে তার শিশুটির মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের মহারাণীপুর এলাকার বাসিন্দা দিনমজুর বিজয় দেবের চার বছরের শিশুপুত্র বিক্রম দেব শুক্রবার থেকে অসুস্থ৷ শনিবার সকাল আটটা নাগাদ শিশুর মা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ তখন শিশুর মা তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যিনি চারদিন আগে চেবরি হাসপাতালে কর্মরত অবস্থা ছিলেন৷ তিনি বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে ডেপুটেশনে আসেন৷ ঐ চিকিৎসক শিশুটিকে ভর্ত্তি করানোর পরামর্শ দেন৷ তখন কর্তব্যরত চিকিৎসক কল্লোল বিশ্বাস ভর্ত্তি না করিয়ে ব্যবস্থাপত্র লিখে দেন৷ সেই মোতাবেক মহিলার একমাত্র শিশুপুত্রকে নিয়ে বাড়ীতে চলে যায়৷ তিনি আরো অভিযোগ করেন, যখন শিশুটিকে হাসপাতালে আনা হয় তখন শিশুটি হেটে হাসপাতালে এসেছিল৷ বাড়ীতে গিয়ে ব্যবস্থাপত্রের ওষুধ খাওয়ানোর পরই শিশুটি আরো অসুস্থ হয়ে পড়ে৷ তৎক্ষনাৎ পরিবারের লোক শিশুটিকে ফের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ তখন হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক মামনি দেববর্মা৷ তখন তিনি এই শিশুটিকে মৃত বলে ঘোষণা দেন৷ এরপরই শুরু হয় উত্তেজনা৷
চিকিৎসক মামনি দেববর্মা জানিয়েছেন, শিশুটি গতকাল থেকে পেট খারাপ ও জ্বরে ভুগছিল৷ সকালে হাসপাতলে আনলে ঐ চিকিৎসক ব্যবস্থাপত্রে ওআরএস এবং মেট্রোজিক নামক ওষুধ লিখে বাড়িতে পাঠিয়ে দেন৷ এর পরবর্তী সময়ে যখন নিয়ে আসা হয় তখন শিশুটি মৃত ছিল৷ তিনি আরও জানান, যেহেতু শিশুটির পরিবারের লোকজন অভিযোগ করেছেন ওষুধ খাওয়ানোর পর শিশুটির মৃত্যু হয়েছে সেজন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়েছে দুপুর একটা নাগাদ৷
এদিকে, হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে ছুটে যান এসডিপিও এবং এসডিএম সহ বিশাল পুলিশ বাহিনী৷ বর্তমানে হাসপাতাল চত্বর থমথমে হয়ে আছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পুনরায় তেলিয়ামুড়া নিয়ে আসা হলে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে হাসপাতালে সেজন্য প্রচুর সংখ্যায় টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে৷
এদিকে, এই শিশু মৃত্যুর খবর পেয়ে সেখানে পৌঁছেন বিজেপির এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে ছিলেন দলের মহিলা নেত্রী কল্যাণী রায়৷ তিনি হাসপাতালের এমওআইসি পদ্মরাম জমাতিয়ার সাথে কথা বলেন৷ শ্রীজমাতিয়া কল্যাণী রায়কে জানিয়েছেন ভুল চিকিৎসার জন্যই নাকি ঐ শিশুটির মৃত্যু হয়েছে৷ এদিকে এমওআইসি বিষয়টি একটি চিঠি দিয়ে খোয়াই জেলার চীউ মেডিকেল অফিসার পি কে মজুমদারকেও জানিয়েছেন৷
2017-03-26
