সেনার হাতে আটক এক আলফা লিংকম্যান

কোহিমা (নাগাল্যান্ড), ১৯ ফেব্রুয়ারি, (হি.স.) : নাগাল্যান্ডের মন জেলার নামসাইতে সেনাবাহিনীর ৬৩ ফিল্ড রেজিমেন্ডের অভিযানে আটক হয়েছে আলফা (স্বাধীন)-এর লিংকম্যান। তাকে টিংথাপ কন্যাক বলে পরিচয় পাওয়া গেছে। ২৬ জানুয়ারি চরাইদেও এবং নাজিরায় সংঘটিত বোমা বিস্ফোরণের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *