রাণীরবাজারে মূকবধির কিশোরী ধর্ষিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রাণীরবাজার থানা এলাকার মেঘলী পাড়ায় মূকবধির এক কিশোরীকে ধর্ষণ করেছে এক প্রতিবেশী যুবক৷ গত রবিবার রাতে কিশোরীটিকে ধর্ষণ করে যুবকটি৷ কিশোরীটি তার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল৷ তখনই তুলে নিয়ে ধর্ষণ করেছে৷ মূকবধির কিশোরীকে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে রাণীরবাজার থানায় অভিযুক্তের নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের নাম চন্দন তাঁতি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *