নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ৷ আগরতলা২৯ ডিসেম্বর৷৷ বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই এর ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এসএফআই তেলিয়ামুড়া কলেজ ইউনিটের উদ্যোগে সমাজ সেবামূলক কাজের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বৃহস্পতিবার৷ প্রসঙ্গত, এসএফআইএ’র ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ফল মিষ্টি বিতরণ ছাড়াও আয়োজন করা হয় রক্তদান শিবির এবং খেলার আসরের৷ বৃহস্পতিবার বেলা বারেটায় এসএফআই বিভাগীয় সম্পাদক টুটন দেবের নেতৃত্বে তেলিয়ামুড়া কলেজের এসএফআই ইউনিটের ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে৷ সংশ্লিষ্ট বিষয়ে এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক টুটন দেব বলেন, এসএফআই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও নানা সমাজসেবা মূলক কর্মসূচী পালন করেছে এসএফআই বিভাগীয় কমিটি৷ এর অঙ্গ হিসেবেই এদিনের ফল মিষ্টি বিতরণের উদ্যোগ৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এসএফআই এই সমাজসেবামূলক কর্মকান্ডগুলিকে স্বাগত জানিয়েছেন অনেকে৷ আগরতলায় বিবিএম কলেজেও সংগঠনটির প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে র্যালীরও আয়োজন করা হয়েছে৷
2016-12-30