নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার ১২ ঘটিকায় চড়িলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলঘরে ব্লকভিত্তিক লোক সংসৃকতি উৎসব অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শুভসূচনা করেন চড়িলামের বিধায়ক রমেন্দ্রনারায়ণ দেববর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম আর ডি ব্লকের আধিকারিক তথা শান্তুনু বিকাশ দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায় সহ স্থানীয় নেতৃত্বরা৷ ১৫টি পঞ্চায়েত থেকে ২৫টি দল এই মহতি অনুষ্ঠানে অংশ নেন৷ অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়েছে গোটা চড়িলামে৷ লোক সংসৃকতি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ব্লক আধিকারিক বলেন বাউল, লোকগীতি বাটিয়ালি, গাজন মণিপুরী নৃত্য এবং ককবরক নৃত্য প্রায় লুপ্ত হচ্ছে৷ তবে এই সংসৃকতি রক্ষা করতে সকলে সচেষ্ট হতে হবে৷ না হলে আগামীদিন এরকম একটা সুন্দর সংসৃকতি ধবংস হয়ে যাবে৷ এই ধরনের সংসৃকতিকে মানুষের পাসে নিয়ে আসতে হবে৷ তাছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত থেকে আসা প্রতিযোগিদের বিচারকমন্ডলীর ভূমিকা পালন করেন হারাধন দেবনাথ, রিক্তা নাগ, অপর্ণা দেব ও গৌরাঙ্গ দেববর্মা৷ আজ যারা প্রথম স্থান অর্জন করেছেন তাদের আগামীদিন জেলাস্তরে অংশগ্রহণ করতে সুযোগ পাবে৷
2016-12-30