BRAKING NEWS

সিবিআই অফিসার সেজে হায়দরাবাদের মুথুটের অফিস থেকে লুঠ ৪০ কেজি সোনা

হায়দরাবাদ, ২৮ ডিসেম্বর (হি.স.) : বলিউডি সিনেমা স্পেশাল ২৬-এর কায়দায় সিবিআই অফিসার সেজে হায়দরাবাদের মুথুটের অফিস থেকে ৪০ কেজি সোনা লুঠ করল একদল সশস্ত্র দুষ্কৃতি | ৱুধবার সকাল সাড়ে নটা নাগাদ হায়দরাবাদের আরসি পূরম এলাকার মুথুট ফাইনান্স ব্রাঞ্চে হামলা চালায় একদল দুষ্কৃতি|
সংস্থাটির আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকালে একটি লাল স্করপিও গাড়ি থেকে পাঁচজন ব্যক্তি নেমে ব্রাঞ্চে ঢোকেন | তাঁরা নিজেদের সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেন| তারা জানান, মুথুটের এই ব্রাঞ্চে বেআইনী লেনদেন চলার খবর পেয়ে তারা তল্লাশি চালাতে এসেছেন | একইসঙ্গে তারা কর্মীদের তাদের সঙ্গে সহযোগিতা করার আবেদন করেন| নিরাপত্তা রক্ষীরা ছদ্মবেশী সিবিআই অফিসারদের আটকানোর চেষ্টা করলে তারা অস্ত্র বের করে সবাইকে একপাশে দাঁড়ানোর নির্দেশ দেন | রুটিন তল্লাশির নাম করে লকার রুমের চাবি চেয়ে নেয় দুষ্কৃতিরা | এরপরই চলে লুঠপাট | ব্যাগ ও চাদরে বেঁধে মোট ৪০ কেজি সোনা নিয়ে চম্পট দেয় নকল সিবিআই অফিসারের দল |
তাদের মধ্যে একজনের পরনে ছিল ট্রাফিক পুলিশের ইউনিফর্ম | আর বাকিরা সকলে মাঙ্কি ক্যাপ পড়েছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা | সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতিদের চিহ্নিত করতে গিয়ে তদন্তকারী পুলিশ অফিসাররা আবিষ্কার করেন, সমস্ত ফুটেজও মুছে দিয়েছে চোরেরা | ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এবং অক্ষয় কুমার অভিনীত স্পেশাল ২৬ সিনেমাতেও এমনই একটি ডাকাতির ঘটনা দেখানো হয়েছিল | যেখানে হিরো ও তাঁর গ্যাং সিবিআই অফিসার সেজে তল্লাশির নামে লুঠপাট চালাত | যদিও সিনেমাটি বাস্তবে মুম্বইয়ের ত্রিভুবন ভীমদাস জাভেরির শোরুমে চুরির ঘটনা থেকে অনুপ্রাণিত |-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *