একাদশ ও দ্বাদশে বাংলা বিষয়কে ঐচ্ছিক করায় প্রতিবাদ বাঙালী ছাত্র সমাজের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে বাংলা বিষয়কে ঐচ্ছিক করে দিয়েছে৷ এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙালী যুব সমাজ৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলা বিষয়কে আবশ্যিক না করা হলে আগামীদিনে বাঙালী ছাত্র যুব সমাজ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷
এদিকে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে বাংলা ভাষা সহ আটটি ভাষাতে অভিন্ন মেজিকেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গ্রহণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাঙালী ছাত্র যুব সমাজ ত্রিপুরা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে৷ উল্লেখ থাকে যে, গত ২০১৩ সালে উক্ত পরীক্ষা নিয়ামক কমিটি এক সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছিলেন যে উক্ত পরীক্ষা শুধুমাত্র ইংরেজী ও হিন্দী ভাষার মাধ্যমে নেওয়া হবে৷ এতে এটা পরিস্কার ছিল যে হিন্দীভাষী পরীক্ষার্থী ছাত্র সাধারণের মধ্যে অতিরিক্ত সুযোগ পেয়ে যাবে যা থেকে অন্যরা বঞ্চিত থাকবে৷ তাই এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে বাঙালী ছাত্র যুব সমাজ ত্রিপুরায় আন্দোলনে নেমেছিলও বহুবার৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করেছিল৷ অবশেষে ভারতের রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল স্মারক লিপির মাধ্যমে৷ তবে, বাঙালী ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্য শাখা আরও দাবী রাখে শুধু আটটি ভাষা নয় এর পরিবর্তে সংবিধান স্বীকৃত সবগুলি ভাষাতেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হলে সামগ্রীক ছাত্র সমাজ উপকৃত হবে বলে বাঙালী ছাত্র সমাজ মনে করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *