নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মদিনে তাঁকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ৯২ বছরে পা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সঙ্গে নিয়ে বাজপেয়ীর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান মোদী। পরে এক টুইটবার্তায় মোদী বলেন, “আমাদের পরম প্রিয় ও শ্রদ্ধেয় অটলজি সুস্থ শরীরে আরও দীর্ঘায়ু হোন, এই কামনা করি।”মোদী বলেন, অটলজির নেতৃত্বদান, তাঁর কাজ ভারতের উন্নয়নের যাত্রাপথে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। বাজপেয়ীর পুরোনো একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তিনি।এদিন ২০১৬ সালের শেষ ‘মন কি বাত’ –এও প্রাক্তন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী । তিনি বলেন তাঁর বিশাল অবদান ভারতবাসী ভুলবেন না।উল্লেখ্য, আজ স্বাধীনতা সংগ্রামী তথা শিক্ষাবিদ মদন মোহন মালব্যরও জন্মদিন। জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যেও শ্রদ্ধা জানিয়েছেন মোদী।-