রাজ্যে আরও ২৯টি ইংরেজী মাধ্যম সুকল চালু করার সিদ্ধান্ত গৃহীত

education-2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজ্যে আরও ২৯টি ইংরেজী মাধ্যম সুকল চালু করা হবে৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু করা হবে৷ বর্তমানে রাজ্যে শিক্ষা দপ্তরের অধিনে ৪৮টি ইংরেজী মাধ্যম সুকল চালু রয়েছে৷ আজ মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভাপতিত্বে আয়োজিত এখ সভায় এই সিদ্ধান্ত হয়েছে৷ সভায় বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, প্রধান সচিব ডঃ রাকেশ সারোয়াল, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব সুশীল কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এম কে নাথ, বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা সহ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
রাজ্যে ইংরেজী মাধ্যম সুকলগুলোর বর্তমান অবস্থা এবং নতুন সুকল চালু করার বিষয়ে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ছাত্র-ছাত্রীরা যে যে ভাষায় পড়তে চায় তাকে সেই ভাষায় পড়তে উৎসাহিত করতে হবে৷ তিনি বলেছেন, বর্তমানে চালু ইংরেজী মাধ্যম সুকলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ আলোচনায় উঠে আসে ছাত্র-ছাত্রী পিছু শিক্ষক-শিক্ষিকার অনুপাত কত হওয়া দরকার সেই প্রসঙ্গও৷ মুখ্যমন্ত্রী বিদ্যালয় শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন রাজ্যের বাস্তব পরিস্থিতি অনুযায়ী ছাত্র-শিক্ষক অনুপাত কত হওয়া উচিত তা সমীক্ষা করতে৷ এর পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামো কেমন হওয়া উচিত তারও একটি রিপোর্ট তৈরী করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ইংরেজী মাধ্যম সুকলের সংখ্যা আস্তে আস্তে বাড়াতে হবে৷ প্রয়োজনীয়তা এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী নতুন ইংরেজী মাধ্যম সুকল খোলা বা বাংলা মাধ্যম সুকলকে ইংরেজী মাধ্যম সুকলে রূপায়ন্ত করার বিষয়ে একটি এ্যাকশন প্ল্যান তৈরী করে তা মন্ত্রিসভার বৈঠকে পেশ করার জন্য মুখ্যমন্ত্রী বিদ্যালয় শিক্ষা দপ্তরকে পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন, আমাদের রাজ্যের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় যেন পিছিয়ে না পরে সেভাবেই তাদের তৈরী করতে হবে৷
আলোচনায় শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, রাজ্যের দূরবর্তী এলাকাগুলিতে ইংরেজী মাধ্যম সুকল চালু করার চাহিদা রয়েছে৷ তাই আরও ২৯টি নতুন ইংরেজী মাধ্যম সুকল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি জানান, সুকলগুলিতে শিক্ষক-শিক্ষিকা দিতে সমস্যা হবেনা৷ নতুন সুকলগুলি চালু হলে ঐ এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হবে৷ বৈঠকে জানানো হয়, রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে বর্তমানে ৩০টি ব্লকে কমপক্ষে একটি ইংরেজী মাধ্যম সুকল রয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পরিচালনায়৷ সব থেকে বেশী সুকল রয়েছে জম্পুই হিল ব্লকে, ২৩টি৷ আগামী শিক্ষা বর্ষ থেকে ১৬টি ব্লকের বাংলা মাধ্যম সুকলে প্রথম শ্রেণী থেকে ইংরেজী মাধ্যমে পড়ানো শুরু হবে৷ বর্তমানে প্রাথমিক বিভাগ নেই এমন ৭টি ব্লকের সাতটি বিদ্যালয়ে নতুন করে প্রাথমিক বিভাগ চালু করে প্রথম ও দ্বিতীয় শ্রেণী থেকে ইংরেজী মাধ্যমে পঠন পাঠন শুরু করা হবে৷ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে দামছড়া এবং আমবাসায়, খোয়াই-এ খোয়াই এম সি ইংলিশ মিডিয়াম সুকল এবং গৌড়নগর ও কালাছড়ায় কেন্দ্রীয় বিদ্যালয় ছাত্রছাত্রীরা পড়াশুনার সুযোগ পাবে৷ তাছাড়া রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে ৬টি মডেল সুকল তৈরী করা হয়েছে৷ এই বিদ্যালয়গুলিতে আগামী শিক্ষা বর্ষ থেকে ইংরেজী মাধ্যমে পড়ানো হবে৷ বৈঠকে জানানো হয়, আগামী শিক্ষাবর্ষে রাজ্যের ইংরেজী মাধ্যমের ৬টি জে বি সুকলে, ২টি এস বি সুকলকে হাই সুকলে এবং ১০টি হাই সুকলকে হায়ার সেকেন্ডারি সুকলে উন্নীত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *