জয়পুরে আত্মঘাতী পুলিশ অফিসার, পাশ থেকেই উদ্ধার মহিলার গুলিবিদ্ধ দেহ

muder photoজয়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে জয়পুরে আত্মঘাতী হলেন রাজস্থান পুলিশের এক আধিকারিক| মৃত পুলিশ আধিকারিকের নাম আশিস প্রভাকর (৪২)| কিছুদিন আগেই সন্ত্রাস দমন শাখায় ট্রান্স করা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার আশিস প্রভাকরকে| বৃহস্পতিবার রাতে জয়পুর থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতর থেকে এএসপি-র রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়| তাঁর দেহের পাশ থেকেই অপরিচিত এক মহিলার দেহও উদ্ধার করা হয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান এএসপি আশিস প্রভাকর| গুলি চালানোর ঘটনাটি ঘটেছে ঘন্টাখানেক বাদেই| মৃত পুলিশ আধিকারিকের দেহের পাশ থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে| উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আত্মঘাতী হয়েছেন আশিস প্রভাকর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *