নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ সোমবার রাজ্য বিধানসভায় গত ২৮ নভেম্বর, ২০১৬ অ্যাভ্রো আর জে আইট ফাইভ এয়ারক্র্যাফটে একটি চার্র্টর্ড বিমান দূর্ঘটনায় ব্রাজিলের চাপেকোয়েনসে ক্লাবের প্রতিভাবন ফুটবলার সহ অন্যান্যদের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়েছে৷ বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ শোক জ্ঞাপন করে বলেন, এই মর্মান্তিক বিমান দূর্ঘটনায় ১৯ জন কৃতি প্রতিভাবান ফুটবলারের অকাল মৃত্যু শুধু ব্রাজিলের চাপেকোয়েনসে ক্লাবের ক্ষতি নয়, গোটা ফুটবল দুনিয়ার এক অপূরণীয় ক্ষতি৷ প্রতিভাবান ফুটবলারদের অকাল মৃত্যুতে বিশ্বের ক্রীড়া মহল গভীর শোকাহত৷ ত্রিপুরা বিধানসভা এই দূর্ঘটনায় ফুটবলার সহ অন্যান্যদের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে৷ সেই সঙ্গে দূর্ঘটনায় আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করছে৷ বিধানসভার সদস্য সদস্যারা এই দূর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করেন৷
2016-12-20