নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশায় জেরবার রাজধানী সহ গোটা উত্তর ভারত| প্রায় প্রতিদিনই ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হচ্ছে সড়ক, রেল ও বিমান পরিষেবা| পরিবর্তিত হচ্ছে বিভিন্ন ট্রেনের সময়| দুর্ভোগে পড়ছেন অসংখ্য সাধারণ মানুষ| বাতিল হচ্ছে উড়ানও| মঙ্গলবারই বা অন্যথা হবে কেন? এদিনও দেরিতে চলেছে ৩৪ টি ট্রেন| বাতিল করা হয়েছে ২টি ট্রেন| সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৭টি ট্রেনের|
উত্তর রেলওয়ে সূত্রের খবর, ঘন কুয়াশার কারণে এদিন দেরিতে চলেছে যোগবানি-আনন্দ বিহার এপ্রেস, প্রায় ২৪ ঘন্টা দেরিতে চলেছে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস, ৯ ঘন্টা ৩০ মিনিটে দেরিতে চলেছে শাহীদ এক্সপ্রেস| তবে, ঘন কুয়াশা সত্ত্বেও এদিন বিমান চলাচলে কোনও সমস্যা হয়নি|
2016-12-20