সংস্থার কয়েকজন কর্মীর আচরণে লজ্জিত ও মর্মাহত অ্যাক্সিস ব্যাঙ্কের এমডি

axis-bankনয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : সংস্থার কয়েকজন কর্মীর আচরণে তিনি লজ্জিত ও মর্মাহত | এমনটাই জানালেন অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও শিখা শর্মা| সোমবার তিনি বলেন, ভবিষ্যতে এমন অনভিপ্রতে ঘটনা এড়ােত কর্মীদের আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করতে একটি ফরেন্সিক অডিট সংস্থার সঙ্গে চুক্তি করেছে ব্যাঙ্ক| তিনি বলেন,  আমরা অনেকের আশা ভঙ্গ করেছি|  অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থাও গ্রহণ করেছি| বলেন, সাম্প্রতিককালে ব্যাঙ্কের বেশ কিছু অ্যাকাউন্টে আচমকা বিপুল পরিমাণ টাকা ঢুকেছে| সন্দেহজনক মনে হলেই সেগুলির ওপর নজর রাখা হচ্ছে| সেই সঙ্গে তিনি দাবি করেন, সাম্প্রতিককালে ডিমোনেটাইজেশনের পরবর্তী অধ্যায়ে ব্যাঙ্কের ব্যাঙ্কের বিভিন্ন কর্মীর নাম কেলেহঙ্কারি ও তছরুপের সঙ্গে জড়িয়ে পড়লেও, সংস্থার ভিত এখনও শক্তই রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *