নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ভারতরত্ন দেওয়া হোক তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই দাবি পেশ করেছেন আম্মার উত্তরসূরি তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম| পাশাপাশি সংসদ চত্বরে জয়ললিতার একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপনের আবেদনও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে|
জয়ললিতার মৃতু্যর পর পন্নিরসেলভমের নেতৃত্বে রবিবারই প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়| সেখানেই প্রধানমন্ত্রীর কাছে এই দুটি বিষয়ে দাবি জানানোর প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়|
2016-12-19