সেনা প্রধানের পদে বিপিন রাওয়াতের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস

bipin-rawatনয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : চিফ অব আর্মি স্টাফ পদে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস । সেনাবাহিনীর মতো সরকারি প্রতিষ্ঠানে, যার সঙ্গে দেশের ভালমন্দ জড়িয়ে রয়েছে, কেন এমন হবে, সেই প্রশ্ন তুলে কেন্দ্রের জবাব চেয়েছে কংগ্রেস। নতুন সেনাপ্রধানের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত ক্ষোভ নেই কোনও জানিয়ে ট্যুইটারে সেনাপ্রধান পদে রাওয়াতের নাম ঘোষণায় আপত্তি তুলে কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি ।
সেনা প্রধান দলবীর সিং সুহাগের মেয়াদ শেষ হলে, তাঁর জায়গায় লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত আসবেন বলে গতকালই ঘোষণা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। সরকারের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারি। টুইটারে লিখেছেন, ‘সেনা প্রধান নিয়োগের ক্ষেত্রে বরাবর অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। এবার তা হল না কেন? রাওয়াতের পেশাদারিত্ব নিয়ে সন্দেহ নেই। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী এবং মহম্মদ আলি হারিজকে টপকে তিনি কীভাবে নিযুক্ত হলেন?
প্রতিরক্ষামন্ত্রক সূত্রের অবশ্য দাবি, দেশের পশ্চিম সীমান্তে লাগাতার ছায়াযুদ্ধ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ, উত্তরপূর্বের চলতি পরিস্থিতির পাশাপাশি নতুন নতুন চ্যালেঞ্জ সামলাতে বর্তমান লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতই যোগ্যতম। তাই তাঁকে বর্তমান সেনাপ্রধান জেনারেল দলবীর সিংয়ের উত্তরসূরী বেছে নেওয়া হল। লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে সেনা প্রধান করার পাশাপাশি, শনিবার বায়ুসেনা প্রধান অরূপ রাহার জায়গায় এয়ার মার্শাল বি এস ধানোয়াকে পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছেন পারিকর। এয়ার মার্শাল ধানোয়া বাহিনীতে নিযুক্ত হন ১৯৭৮-এর জুনে। তিনি বায়ুসেনার বিভিন্ন স্কোয়াড্রন, বায়ুসেনার সদর কার্যালয়ের ইনটেলিজেন্স ডিরেক্টরেটে ছিলেন। আগামী ৩১ ডিসেম্বর তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *