যান সন্ত্রাসে গুরুতর জখম তিন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ মারুতীর ধাক্কায় আহত হলেন তিনজন৷ ঘটনা ঊষাবাজারে৷ আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকট জনক৷ তারা হলেন পিংকি বনিক ও আশীষ দাস৷ তাদেরকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, একটি মারুতী গাড়ি ও অটো যাচ্ছিল৷ ঊষাবাজার এলাকায় বাঁক নেওয়ার সময় অটোকে সজোরে ধাক্কা দেয় মারুতী গাড়িটি৷ ফলে, মারুতী গাড়ির তিনজন যাত্রী আহত হন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ছুটে যায়৷ এই ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মারুতী গাড়ির চালকের অসাবধানতার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে৷
এদিকে, অভিযোগ উঠেছে ভিআইপি এই রোডে প্রতিদিন বেপরোয়া ভাবে যানবাহন চলাচল করে৷ এই রোডে পুলিশের কোন কঠোর নজরদারী থাকছে না৷ ফলে যান চালকরা মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন৷ বেশ কয়েকটি সুকলও রয়েছে এই রোডের পাশে৷ তাই সকাল ও বিকালের দিকে মারাত্মক ঝঁুকি নিয়ে ছাত্রছাত্রীদের পথ অতিক্রম করতে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *