শ্বাসকষ্টজনিত সমস্যা, কাৱেরি হাসপাতালে ভর্তি করুণানিধি

চেন্নাই, ১৬ ডিসেম্বর (হি.স.): শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হলেন ডিএমকে সভাপতি এম করুণানিধি| ৱৃহস্পতিৱার রাতে চেন্নাইয়ের কাৱেরি হাসপাতালে ভর্তি করা হয় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে| কাৱেরি হাসপাতালের এগজিকিউটিভ ডিরেক্টর এস অরৱিন্দম জানিয়েছেন, সংক্রমণমুক্ত করতে তঁার চিকিত্সা চলছে| করুণানিধির শারীরিক অৱস্থা এখন স্থিতিশীল| চিকিত্সকরা তঁার পর্যৱেক্ষণ করছেন| ৱৃহস্পতিৱার সন্ধ্যায় হঠাত্ শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় করুণানিধির| তারপরই তঁাকে হাসপাতালে ভর্তি করা হয়| মেডিক্যাল ৱুলেটিন প্রকাশ করে চিকিত্সকদের একটি টিম জানিয়েছে, করুণানিধির ফুসফুস ও গলায় সংক্রমণ রয়েছে| চিকিত্সা শুরু হয়েছে ডিএমকে সভাপতির| এখন তঁার শারীরিক অৱস্থা স্থিতিশীল|
চলতি ৱছরে এই নিয়ে পঁাচৱার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় ৯২ ৱছর ৱয়সি এম করুণানিধিকে| এই নিয়ে দ্বিতীয়ৱারের জন্য তিন সপ্তাহের মধ্যে ফের একৱার হাসপাতালে ভর্তি হলেন ডিএমকে প্রধান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *