যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ যথাযোগ্য মর্যাদায় ট্র বাংলাদেশের বিজয় দিবস আজ রাজ্যেও পালিত হয়েছে৷ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে পোষ্ট অফিস চৌমুহনীস্থিত ঐতিহাসিক স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা৷ টিএসআর বাহিনী কুওচকা আওয়াজে অভিনন্দন জানান বীর শহীদদের৷ আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসেও আজ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়৷ সহকারী হাই কমিশনার বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন৷ বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতেমাল্য দান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এউপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলাস্থিত বাংলাদেশের হাই কমিশনার অফিসে সহকারী হাই কমিশনার বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সেনা জওয়ান ও ভারতবাসীর ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ ভারতবাসীর ঋণ কোনও দিনই ভুলার মতো নয় বলেও তিনি কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *