শ্রীনগর, ১৬ ডিসেম্বর (হি.স.): সীমান্তে পাকিস্তানি সেনার গুলিৱর্ষণ অৱ্যাহত| শুক্রৱার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ৱালাকোটে সেক্টরে, সীমান্তের ওপার থেকে গুলিৱর্ষণ শুরু করে পাকিস্তান রেঞ্জার্স| কালৱিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জৱাৱ দেয় ভারতীয় সেনা| প্রসঙ্গত, গত নভেম্বর মাসে অন্তত ১৯০ ৱার সংঘর্ষৱিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সৈন্য|
সেনাৱাহিনী সূত্রের খৱর, শুক্রৱার সকাল থেকেই পুঞ্চের ৱালাকোটে সেক্টরে সীমান্তের ওপার থেকে গুলিৱর্ষণ শুরু করে পাকিস্তান রেঞ্জার্স| পাল্টা জৱাৱ দেয় ভারতীয় সেনা| দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই| এই ঘটনায় হতাহতের কোনও খৱর নেই
2016-12-17