সীতামারিতে এটিএম থেকে বেরোল ২০০০ টাকার নোটের ফটোকপি

maxresdefault1111111পাটনা, ১৫ ডিসেম্বর (হি.স.): বিহারের সীতামারিতে এটিএম কাউন্টার থেকে বেরোল ২০০০ টাকার নোটের ফটোকপি| গত রবিবার সীতামারির জেলাসদর ডুমরার বাসিন্দা পঙ্কজ কুমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারা এটিএম থেকে ২০০০ টাকা তুলেছিলেন| পরে কেনাকাটার সময় তিনি জানতে পারেন, ওই নোটটি আসলে ২০০০ টাকার নোটের ফটোকপি| এরপরই বৃহস্পতিবার স্থানীয় এসবিআই শাখায় তিনি অভিযোগ জানান| অভিযোগ পাওয়ার পরই এসবিআই কর্তৃপক্ষ ওই এটিএম কাউন্টারটি সিল করে দিয়েছে|
ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য এটিএম থেকে ২০০০ টাকার নোটের ফটোকপি বের হওয়ার অভিযোগ অস্বীকার করেছে| যদিও অভিযোগ খতিয়ে দেখতে এটিএমটি সিল করে দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *